গেল ডিসেম্বর বলিউড অভিনেত্রী জারিন খান একটি শপিং সেন্টারে যান। উদ্দেশ্য আউটলেটের উদ্বোধন করা। কিন্তু সেখানে গিয়েই পড়েন বিব্রতকর অবস্থায়।
ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদে। সেখানে ভিড়ের মধ্যে এক ব্যক্তি তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এতে ক্ষেপে যান জারিন খান। তিনি প্রকাশে ওই লোককে পেটান। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়।
জেরিন খান। ছবি: সংগৃহীত
জেরিন বলেন, মাঝেমধ্যে কিছু ব্যাপার নিজের হাতেই নিতে হয়, কে কী ভাবছে সেটা নিয়ে ভাবা উচিত নয়। একজন নারী হিসেবে আমি বিশ্বাস করি, কেউ যদি হেনস্তার চেষ্টা করে, তাকে তা ফিরিয়ে দিতে হবে। সেটা হোক প্রকাশ্যে অথবা দুয়ার আটকে।
তিনি আরো বলেন, আপত্তিকরভাবে আমাকে স্পর্শ করা বা জড়িয়ে ধরার অধিকার কারও নেই। স্বাধীনভাবে কাজ করার এবং পুরুষের মতোই সমান নিরাপদ পরিবেশ আমার প্রাপ্য। খবর: হিন্দুস্তান টাইমস
আরো পড়ুন: ধরা পড়লো তারকাদের পতিতা চক্র