• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

আবারও হত্যার হুমকি, সালমান খানের বাসার বাইরে কড়া নিরাপত্তা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ মার্চ, ২০২৩

রুপালি পর্দায় অনেক খলনায়কের রাতের ঘুম তিনি কেড়ে নিয়েছেন। এবার তাঁরই রাতের ঘুম প্রায় যেতে বসেছে। কিছুতেই যেন স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না বলিউড সুপারস্টার সালমান খান। বলিউড ভাইজানের ‘জান’ বাঁচাতে এখন তাঁর বাসার বাইরে রীতিমতো ভিড় করছে পুলিশ। তাঁকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে!

এর আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকি ভরা চিঠি পেয়ে রাতের ঘুম ছুটে গিয়েছিল মুম্বাই পুলিশ প্রশাসনের। সালমান খানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জলকারের কাছে এক ই-মেইল এসেছে। এই মেইলটি মোহিত গর্গ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এসেছে। সালমানের সঙ্গে কথা বলার দাবি তোলা হয়েছে এই মেইলে। ই-মেইলে লেখা আছে, ‘গোল্ডি বরাড় তোর বস মানে সালমানের সঙ্গে কথা বলতে চাই। ওকে হিসাব-নিকাশের নিষ্পত্তি করতে হলে কথা বলতে বলিস। সময় থাকতে থাকতে জানিয়ে দিলাম। মুখোমুখি কথা বলবে কি না, সেটাও জানিয়ে দিস। সময় পার হয়ে গেলে কিন্তু আর ভাবব না। পরেরবার শুধু ভয়ংকর রূপ দেখবে।’

এই হুমকি ভরা ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন। এই মামলার গভীরতা আর ভাইজানের সুরক্ষার কারণে বান্দ্রা পুলিশ আইপিসির ধারা ৫০৬ (২), ১২০ (বি), এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি বরাড়, আর রোহিত বরাডের বিরুদ্ধে মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ