ছেলের প্রতি দায়িত্ব পালন দূরের কথা চোখের দেখাও দেখতে আসেন না। প্রসঙ্গ উঠলেই শরিফুল রাজকে নিয়ে মুখস্থ বাক্যটি পাঠ করতেন পরীমণি। তবে গতরাতে দেখা গেল উল্টো চিত্র। ছেলেকে নিয়ে গাড়ি করে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন রাজ। করছেন খুনসুটিও।
গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন রাজ। সেখানে দেখা গেছে ছেলেকে গাড়িতে নিয়ে ঘুরছেন। অনুসারীদের জানাচ্ছেন নতুন বছরের শুভেচ্ছাও।
ক্যাপশনে লিখেছেন, কীভাবে আমি আমার পুত্রের প্রতি ভালোবাসা প্রকাশ করব! বিশ্বের কাছে তুমি একজন হতে পার কিন্তু কারও কাছে তুমি তার পুরো পৃথিবী। ভালোবাসি চ্যাম্প। সন্তানের প্রতি এভাবেই ভালোবাসা প্রকাশ করেছেন পর্দার সূচ কুমার।
ভিডিওর পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের। কেউ সাধুবাদ জানিয়েছেন রাজকে। সন্তানের প্রতি বিশুদ্ধ ভালোবাসা হিসেবে দেখছেন বিষয়টি। নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। একটি অংশ আবার শুনতে পাচ্ছেন রাজ-পরীর মান ভাঙার গান।
একজন লিখেছেন, আপনারা একত্রিত হয়ে যান। অন্য একজনের কথায়, আবার এক হয়ে গেল নাকি? তবে সেসবের কোন উত্তর দেননি রাজ। মুক্তির অপেক্ষায় আছে রাজ অভিনীত ‘কবি’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে আছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল।