• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:

আস্থা ছিল শার্দূলের, নিজের দক্ষতায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

শার্দূল ঠাকুরের বিধ্বংসী ইনিংসে ভর করে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন শার্দূল। তিনি নেমেছিলেন যখন কেকেআরের স্কোর ৫/৮৯।

ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর তিনি জানিয়েছেন, নেটে যথেষ্ট পরিশ্রম করেন বলেই এমন ফল পেয়েছেন। শার্দূল বলেন, ‘জানি না কীভাবে এত ভালো খেলে দিলাম। কিন্তু সেই সময় স্কোরবোর্ড দেখলে যে কেউ বুঝতে পারতেন, আমরা সমস্যার মধ্যে ছিলাম। তখন একটা অন্য মানসিকতা কাজ করছিল আমার মধ্যে। অবচেতনমনে ভালো কিছু করার ইচ্ছা ছিল। উঁচু পর্যায়ে এরকম খেলার মতো দক্ষতা আমার রয়েছে। তা ছাড়া নেটে কঠোর পরিশ্রমও করি আমরা।’ তিনি আরও বলেন, ‘কোচিং দলের সদস্যরা আমাদের থ্রোডাউন দেন।

দূরে শট মারার মতো বলও করা হয়। আমরা সবাই জানতাম, ইডেনের পিচ কেমন হবে। ব্যাটারদেরই সাহায্য করে। তবে সুযশ দারুণ বল করেছে। সুনীল নারিন বা বরুণেরও আলাদা করে প্রশংসা প্রাপ্য। মজা করে খেলেছে, উইকেট নিয়েছে। নিখুঁত একটা দিন গেল আমাদের জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ