রাজধানীর নবাবপুরে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।