• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে সেটিংস সার্চের সুবিধা আসছে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে নির্দিষ্ট সেটিংস সহজেই খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে এ সুবিধা আগে থেকেই রয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। সব ঠিক থাকলে শিগগিরই সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
এদিকে কোনো পণ্য কেনার পর চ্যাটের মধ্যেই মূল্য পরিশোধের সুবিধা এনেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবার প্রয়োজন হবে না বিক্রেতা ও ক্রেতার। পণ্য পছন্দের পর পেমেন্ট অপশনে ক্লিক করলেই সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।

প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা পেতে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপের ‘পেমেন্ট’ নামের নতুন টুল। অন্য অ্যাপে গিয়ে বা কোনো লিংকে ক্লিক না করে হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে নতুন এই সুবিধার ফলে। প্রাথমিকভাবে ব্রাজিলে এ সুবিধা চালু করা হয়েছে।
ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো টুলটির মাধ্যমে পেমেন্ট গেটওয়ের সহায়তা ছাড়াই অর্থ সংগ্রহ করতে পারবে। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবা ব্যবহারে অতিরিক্ত খরচ করতে হবে না প্রতিষ্ঠানগুলোর।

সম্প্রতি, পাঠিয়ে দেওয়া মেসেজের পাশাপাশি ছবি ও ভিডিও এডিটের সুবিধা নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করার সময় ভুল কিছু পাঠালে সেটি এডিট করার সুযোগ ছিল না। সর্বোচ্চ সেটি ডিলিট করা যেত। তবে এবার সেই মেসেজ এডিটের সুবিধা নিয়ে এসেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে শুধু মেসেজ নয়, ছবি এবং ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ