কৃষক বাঁচাও-দেশ বাচাঁও বাংলাদেশ কৃষকলীগের স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে অসহায় কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিলেন হাকিমপুর উপজেলা ও পৌর কৃষলীগের নেতা-কর্মীরা।
শনিবার সকাল ১০টায় হাকিমপুর পৌর সভার ছোট-ডাঙ্গাপাড়া এলাকায় পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম এর নেতৃত্বে সকল নেতা-কর্মীরা ওই এলাকার স্থানীয় বর্গা চাষী কৃষক জাহিদুল ইসলামের এক বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।
হাকিমপুর পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম বলেন, মোবাইলের মাধ্যমে খবর পাই পৌর এলাকার জাহিদুল ইসলাম নামে এক কৃষক অর্থ অভাবে ধান কাটতে পারছে না। এমন খবর পেয়ে আমরা ধান কাটার উদ্যোগ নেই। পরর্তীতে ওই কৃষকের ধান কেটে এবং ঢোলাই করে বাড়িতে পৌছে দেয়া হয়েছে।
দেশরত্ন শেখ হাসিনার নিদের্শে এবং কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এই ধান কাটা কর্মসূচী অব্যাহত থাকবে।