• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

সঠিক মানুষ নির্বাচিত করত পারলে দ্বিতীয় হাসিনা তৈরি হবে না

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যদি সঠিক মানুষদের ভোটে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমি বলেছিলাম ২০২৪-এ হাসিনা নির্বাচন করতে পারেন, কিন্তু এক বছরের বেশি মসনদে টিকতে পারবেন না। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, ৭ মাসও টিকতে পারেননি। গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিয়েছেন, আর আসতে পারেননি।

সংস্কার ভালো জিনিস উল্লেখ করে তিনি বলেন, সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। বিএনপির নেতাকর্মীরা এর বিরুদ্ধে না। সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।

অরুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ