• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

মিয়ানমারে আসিয়ানের শান্তি পরিকল্পনায় অগ্রগতি দেখছে না ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, মিয়ানমারে রক্তপাত বন্ধে আসিয়ানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ নেই। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার (১১ মে) এ কথা বলেন উইডোডো।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়ার ফ্লোরসে আসিয়ানের তিন দিনের বৈঠকে জান্তা শাসিত মিয়ানমারে ক্রমবর্ধমান সহিংসতার বিষয়টি প্রাধান্য পায়। সংস্থাটি সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিলেও দুই বছর আগে মিয়ানমারের সঙ্গে সম্মত হওয়া পাঁচ-দফা পরিকল্পনা প্রণয়ন করতে পারেনি।

উইডোডো বলেন, আমাদের সামনের পথ নির্ধারণের জন্য আসিয়ানের ঐক্য দরকার।

পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দেশ জান্তাকে আসিয়ান বৈঠকে আমন্ত্রণ জানাতে চেয়েছিল। কারণ তারা মনে করছে ‘বিচ্ছিন্নতার সময়’ মিয়ানমার অনেকটাই শুধরে গেছে।

জান্তা সরকার অবশ্য শুরু থেকেই আন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে। বিরোধীদের ওপর নিপীড়নের বিষয়টিও তারা অস্বীকার করেছে। তবে গত মাসে বিদ্রোহী অধ্যুষিত একটি গ্রামে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১০৭ জন নিহত হলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ