• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

যৌথ অভিযানে ৩৫ মামলার আসামি সবুজ ওরফে বার্মা সবুজ আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ৩৫ মামলার আসামি সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) হাটহাজারী থানার কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সবুজ, সাইফুল ও ফাহিম তিন ভাই। এই তিন ভাইয়ের চাঁদাবাজি ও তাদের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে বায়েজিদ, পাঁচলাইশ, খুলশীসহ নগরীর বিভিন্ন থানার মানুষ অতিষ্ঠ।

তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব বাহিনী।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ কালের কণ্ঠকে বলেন, তারা তিন ভাইই চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী ও তার আশপাশের এলাকাসমূহে জমি দখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করতেন তারা।

তিনি আরো বলেন, সবুজের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও অধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ