অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার সকালে বেবিচক জানিয়েছে, আজ শনিবার (১৩ মে) ও আগামীকাল রবিবার (১৪ মে) চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এখন পায়রা সমুদ্রবন্দর থেকে মাত্র ৮৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়া মোংলা থেকে ৮৬০ কিলোমিটার দূরে এর অবস্থান। এ কারণে তিন সমুদ্রবন্দরসহ উপকূলীয় জেলাগুলোতে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় এখন ১৬০ কিলোমিটার।