• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

সন্ত্রাসী গোষ্ঠী গঠনের দায়ে সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

সন্ত্রাসী গোষ্ঠী গঠনের দায়ে ইয়াসির বিন মোহাম্মদ আল-আসমারি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, দেশের অভ্যন্তরে হামলা চালানোর লক্ষ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন ও পরিকল্পনা করার জন্য আল-কাছিমের ওই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার সঙ্গে ওই অঞ্চলের অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর সাথেও যোগাযোগ ছিল। এর আগে সোমবার তার মৃত্যুদণ্ড কার্যকর করতে রাজকীয় আদেশ জারি করেন আদালত।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-আসমারি একটি সন্ত্রাসী সেল গঠন করা করেছে। সৌদির অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড এবং নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালানোই তাদের লক্ষ্য। অভিযুক্ত অন্য সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগাযোগ করে তার সেলের প্রতি সমর্থন জানান এবং একটি সন্ত্রাসী সংগঠনের নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেন।

অবশ্য আল-আসমারির বিরুদ্ধে বেশ কয়েকজন চরমপন্থীকে আশ্রয় দেওয়া, তাদের বিস্ফোরক তৈরির জন্য নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হামলার লক্ষ্য নির্ধারণের দায়িত্ব দেওয়ার অভিযোগও আনা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ