ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার বিভিন্ন রুটে চলাচলের ভাড়া নির্ধারণ করে দেবার পর এবার রিকশাচালকদের মাঝে নির্ধারিত পোশাক, পানির বোতল ও গামছা বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ১০০ রিকশাচালকের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত।
বিতরণ পরবর্তী এক ফেসবুক পোস্টে সৈকত লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে যৌক্তিকভাবে রিক্সা ভাড়া নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারই অংশ হিসেবে আজ মধুর ক্যান্টিন প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ১০০ জন রিক্সাচালককে নির্দিষ্ট পোষাক প্রদান করা হয়েছে৷ একই সাথে রিক্সাচালকদের সুবিধা বিবেচনায় রেখে ১০০ জন রিক্সাচালককে ১টি করে পানি খাওয়ার বোতল এবং ১টি করে গামছা উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
এছাড়াও, আগামীকাল রবিবার থেকে ছাত্রলীগ নির্ধারিত ভাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কার্যকর হবে বলে জানান সৈকত।