দেশের চা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আট ক্যাটাগরিতে সাতটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তিকে পর্যায়ে এই পুরস্কার দেওয়া হবে। মন্ত্রী জানান, চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় চা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জাতীয় চা দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে প্রথম ‘জাতীয় চা পুরস্কার’ প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই কমিটির সভায় এসব কথা জানান তিনি।
যে আটটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে সেগুলো হল: একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান; সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান; শ্রেষ্ঠ চা রফতানিকারক; শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী; শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান; বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বা কোম্পানি; দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান বা কোম্পানি এবং শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (ব্যক্তি বা শ্রমিক)