• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ মে, ২০২৩

ছবি : সংগৃহীত

তালেবান প্রতিরক্ষা দফতর বলেছে, রোববার আফগানিস্তানের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে দু’জন পাইলট নিহত হয়।

প্রতিরক্ষামন্ত্রী এক টুইট বার্তায় বলেন, দেশের বিমান বাহিনীর এমডি-৫৩০ হেলিকপ্টার মাজার-ই-শরীফ বিমান ঘাঁটি থেকে সামানগানের দিকে যাবার পথে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়।

আমেরিকান সেনারা ২০২১ সালে আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে চলে আসার পর সেপ্টেম্বর মাসে তালেবান সরকারের অধীনে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার কাবুলে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। ফলে দু’জন পাইলট এবং একজন ক্রু নিহত হয়।

আমেরিকান সেনারা ওই দেশ ছাড়ার সময় কোটি কোটি টাকার বিমান, গাড়ি, অস্ত্র এবং যন্ত্র ফেলে আসে যার বেশিরভাগ পরে ব্যবহার করা যায়নি।

তালেবান সারা দেশের ক্ষমতা দখলের আগে সাবেক আফগান সরকারি সেনা কিছু হেলিকপ্টার চালিয়ে মধ্য এশিয়ার দেশগুলোতে নিয়ে যায়।

তালেবান কর্তৃপক্ষ হেলিকপ্টারসহ কিছু বিমান মেরামত করে নিয়েছে। ধারণা করা হয় সাবেক সরকারি সেনাবাহিনীর পাইলটরা এখন সেগুলো চালায়।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ