গতকাল সোমবার থেকে শুরু হয়েছে জি-২০ দেশগুলোর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সম্মেলন। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এবার এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তবে আন্তর্জাতিক এ সম্মেলন উপলক্ষে জম্মু-কাশ্মীরের উন্নয়ন দেখাতে গিয়েই বিপাকে পড়েছেন ভারতের সরকারি কর্মকর্তা এবং বিজেপি নেতারা। অভিযোগ উঠেছে শ্রীনগরের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলাদেশের ছবি ব্যবহার করা হয়েছে।
গণমাধ্যম ফ্রি প্রেস কাশ্মীর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জম্মু কাশ্মীরভিত্তিক এক এনজিও সেভ ইয়ুথ সেভ ফিউচারের চেয়ারম্যান ওয়াজাহাত ফারুক ভাট কাশ্মীরের উন্নয়নের দাবি নিয়ে একই ছবিটি টুইট করেছিলেন। যদিও ছবিটি এখন তার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে।
শ্রীনগরের উন্নত বুলেভার্ড রোডের উন্নয়ন বোঝাতে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, তার একটি বাংলাদেশের পটুয়াখালী জেলার ঝাউতলার ছবি বলে জানিয়েছে ফ্রি প্রেস কাশ্মীর।
জম্মু-কাশ্মীরের বুদগাম তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর, পটুয়াখালীর ঝাউতলার ছবিটি ব্যবহার করে ক্যাপশনে লিখে, শ্রীনগরে জি-২০ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানাতে বুলেভার্দ রোডকে নতুন চেহারা দেওয়া হয়েছে। জি২০ সম্মেলন সামনে রেখে কাশ্মীরে ‘রূপান্তরের অত্যাশ্চর্য প্রতীক’বলে দাবি করে প্রচারকরা।