ইউক্রেনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ। ছবি: সংগৃহীত
রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ-প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করতে ইউক্রেন প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার এ দাবি করেন ড্যানিলভ। তিনি বলেছেন, আগামীকাল, পরশু বা এক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে অভিযান।
ড্যানিলভ বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউক্রেন সরকারের ভুল করার কোনও সুযোগ নেই। কারণ এটি ঐতিহাসিক সুযোগ। এটা সুযোগ বারবার আসে না’।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব পদে ড্যানিলভ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ একজন।
সাক্ষাত্কারে ড্যানিলভ বলেন, ‘কিছু ওয়াগনার ভাড়াটে বাহিনী এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের স্থান বাখমুট শহর থেকে চলে গেছে। তারা অন্য তিনটি স্থানে পুনরায় দলবদ্ধ হচ্ছে। তার মানে এই নয় যে তারা আমাদের সঙ্গে যুদ্ধ বন্ধ করবে’।
বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে ড্যানিলভ বলেন, ‘এটা আমাদের কাছে কোনও বড় খবর না’।
ইউক্রেন কয়েক মাস ধরে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তারা সেনাদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য যতটা সম্ভব সময় নিচ্ছে এখন। অন্যদিকে এই সময়ে রুশ বাহিনীও নিজেদের কঠিন যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী আক্রমণের জন্য প্রস্তুত কিনা জানতে চাইলে ড্যানিলভ বলেন, ‘আমরা সব সময় প্রস্তুত। ঠিক যেভাবে আমরা আমাদের দেশকে রক্ষার জন্য প্রস্তুত থাকি’।
কবে হামলা শুরু হবে সে প্রশ্নের জবাবে ড্যানিলভ বলেন, ‘আগামীকাল, পরশু বা এক সপ্তাহের মধ্যে এটা ঘটতে পারে। এটা খুব অদ্ভুত হবে যদি আমি আক্রমণ শুরুর তারিখ বলি। এটা ঠিক হবে না। কোনও ভুল করার সুযোগ আমাদের কাছে নেই’।