• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

রাশিয়ার ‘উজ্জ্বল ভবিষ্যত’ নিয়ে আত্মবিশ্বাসী পুতিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশটির বিপুল সম্পদের দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন।

‘ভবিষ্যত হিসাবে, প্রত্যেকেরই আসলে একটি ভবিষ্যত আছে কিন্তু মূল প্রশ্ন হলো এটি কী ধরনের ভবিষ্যত হবে। আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যত আছে। প্রথমত, কারণ আমরা জানি আমরা কী চাই এবং আমাদের অর্জনের জন্য কী করতে হবে। দ্বিতীয়ত, আমাদের প্রচুর সম্পদ রয়েছে। প্রাথমিকভাবে মানবসম্পদ,’ বিজনেস রাশিয়া সংস্থার সদস্যদের সাথে এক বৈঠকে রাষ্ট্র প্রধান একথা বলেন।

প্রেসিডেন্ট রাশিয়ার শক্তিশালী শিক্ষাব্যবস্থার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, আমরা সাম্প্রতিক দশকগুলোতে বিস্ময়কর স্কুল প্রতিষ্ঠা করেছি। আমি অন্যদের মধ্যে গণিতের স্কুল বলতে চাচ্ছি; এটি মৌলিক। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে চমৎকার স্কুল রয়েছে।

তিনি আরো বলেন, ‘নিঃসন্দেহে, এই সমস্ত কিছু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং আমাদের চ্যালেঞ্জগুলোর সাথে সঙ্গতি রেখে বিকাশ করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ