জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শিক্ষা ও সাংস্কৃতিক খাতে কর্মরত শত শত জার্মান নাগরিককে আগামী মাসে রাশিয়া থেকে বহিষ্কার করবে মস্কো।
বিবিসি জানায়, রাশিয়া জুনের শুরু থেকে জার্মান কর্মীদের সংখ্যা কম করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে রয়েছে মস্কোর জার্মান স্কুলের শিক্ষক এবং গোথে ইনস্টিটিউটের সাংস্কৃতিক সমিতির কর্মীরা। এই সংখ্যাটি একশর বেশি হবে।
কূটনীতিকদের বহিষ্কার এবং রাশিয়া ও জার্মানির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কূটনীতিক এবং সাংস্কৃতিক ও শিক্ষা কর্মীদের বহিষ্কার করা হলে রাশিয়া এবং জার্মানির মধ্যকার সম্পর্কের আরও অবনতি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।