• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন ১৭ জুলাই, তফসিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩১ মে, ২০২৩

ঢাকার অভিজাত এলাকা গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে ১৭ জুলাই। বৃহস্পতিবার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এছাড়া নির্বাচন কমিশন সাত জেলার আটটি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এসব পৌরসভায় ভোটগ্রহণ হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জুন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ১৭ জুলাই ভোটগ্রহণ।

যে আটটি পৌরসভায় ভোট হবে সেগুলি হলো, পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা; চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা; কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা; যশোর জেলার বেনাপোল পৌরসভা; চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা; শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ