• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

ইঞ্জিন নষ্ট হয়ে  ২১ জেলেকে উদ্ধার ১৪ দিন পর

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

গভীর সমুদ্রে ১৪ দিন ভেসে থাকা ২১ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে ১৪ দিন ভাসতে থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ মে) বিকালে গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করে কোস্ট গার্ড।

বুধবার রাতে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, ‘গত ১৬ মে এফভি জুনায়েদ নামে একটি ফিশিং ট্রলার ভোলার মনপুরা থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যায়। এক পর্যায়ে ট্রলারটি বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। ১৪ দিন পর মঙ্গলবার (৩০ মে) ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা কোস্ট গার্ড ও নৌবাহিনীকে বিষয়টি জানিয়ে সহায়তা চান। এ সময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেননি জেলেরা। খবর পেয়ে নৌবাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং কোস্ট গার্ডের নিয়মিত টহল দল উদ্ধার অভিযান চালায়।

‘কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুনের নেতৃত্বে তাৎক্ষণিক এ অভিযান চালানো হয়। বুধবার মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে গভীর সমুদ্র থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে গার্ড। এ সময় জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পরে কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলায় জেলেসহ বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। উদ্ধার জেলেরা সবাই মনপুরা থানার বাসিন্দা।’

তিনি আরও জানান, উদ্ধারের পর ট্রলারটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের কাছে জেলেদের হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ