• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

বিএনপি নেতা খোকনের বাসায় আগুন দিয়েছেন ছাত্রদল নেতা!

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবিরের খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছেন বলে স্বীকার করেছেন জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাইন উদ্দিন ভূঁইয়া।

নরসিংদী জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত জ্যেষ্ঠ সহ-সভাপতি মাইন উদ্দিন ভুঁইয়ার ভাষ্য, ছাত্রদলের ২ নেতা হত্যার বিচার দাবি ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের কর্মী-সমর্থক ও পদবঞ্চিত নেতারা খায়রুল কবির খোকনের বাসভবনে আগুন দিয়েছেন।

গতকাল বুধবার (৩১ মে) রাত ১০টার দিকে নরসিংদী রিপোর্টাস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ ঘটনার দায় স্বীকার করে নিয়ে মাইন উদ্দিন ভুঁইয়া বলেন, যতদিন খুনি খায়রুল কবির খোকন ও তার দোসরদের বিচার করা না হবে, ততদিন এ দেশের ছাত্রসমাজ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

জানা যায়, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ১২-১৫ জনের একদল দুর্বৃত্ত ওই ভবনে ঢুকে প্রতিটি কক্ষে কয়েকটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে ওই বাসায় আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর স্থানীয়রা অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিস কে জানালে নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৫ মে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় অজ্ঞাত বন্দুকধারী গুলি চালালে সংগঠনের বহিষ্কৃত সাবেক জেলা জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩২) ও আশরাফুল ইসলাম (২০) নিহত হন।
এই ঘটনায় খায়রুল কবির খোকনসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন।

মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ছাত্রদল নেতা সাদেক নিহত হওয়ার ৬ দিন গত হলেও এখনও খায়রুল কবির খোকন গ্রেফতার না হওয়ায় আমাদের উত্তেজিত কর্মী-সমর্থকেরা তার বাড়িতে আগুন দিয়েছেন। সেখানে আমাদের শতাধিক কর্মী-সমর্থক গেলেও বাড়িতে ঢুকেছেন ১৫-২০ জন। যত দিন পর্যন্ত তিনি পুলিশের হাতে গ্রেফতার না হবেন, তত দিন আমরা এই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।

পদ বঞ্চিত ওই নেতা বলেন, আমরা চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নিক। খায়রুল কবির খোকনকে আমরা নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তারেক রহমানের কাছ থেকে ফয়সালা পাওয়ার আগ পর্যন্ত আমরা থামব না।

চলতি বছরের জানুয়ারিতে জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা খায়রুল কবীর খোকনকে দায়ী করে আন্দোলন ও নানা কর্মসূচি চালিয়ে আসছিলেন। এই জেরে একাধিকবার জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের বিষয়ে কথা বলার জন্য খায়রুল কবীর খোকনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ