ইরানের ইসলামিক বিপ্লবের নেতা ইমাম খোমেনিকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়েদ আলি খামেনি। তিনি বলেন, ইরান, মুসলিম উম্মাহ ও গোটা বিশ্বে তিনটি বড় পরিবর্তন এনেছিলেন প্রয়াত এই নেতা।
তেহরানে ইমাম খোমেনির ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি। এ সময় ইমাম খোমেনির প্রশংসা করেন আয়াতুল্লাহ খামেনি।
খামেনি বলেন, খোমেনির নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা অসম্ভব। ধর্মীয় ব্যাপারে যেমন প্রসিদ্ধ ছিলেন তিনি, তেমনি জ্ঞান, আইন, দর্শনেও বেশ পারদর্শী ছিলেন।
আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানে তিনটি বড় পরিবর্তন এনেছেন ইমাম খোমেনি। প্রথমত, রাজতন্ত্র থেকে ইরানকে মুক্তি দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
দ্বিতীয়ত, ইসলামী উম্মাহর মধ্যে ইসলামী জাগরণ আন্দোলনকে প্রজ্বলিত করেন এবং ফিলিস্তিনিকে ইসলামের প্রধান ইস্যু তে পরিণত করেন।
তৃতীয়ত, ইমাম খোমেনি অমুসলিম দেশগুলোতেও বস্তুবাদী প্রবণতার বিরুদ্ধে আধ্যাত্মিকতাকে পুনরুজ্জীবিত করেছিলেন।
১৯৮৯ সালে ইমাম খোমেনি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইসলামি বিপ্লবের বিজয় এবং ইরানে পাহলভি শাসনের পতনের প্রায় দশ বছর পরে, যা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত এবং মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বে ছিল, যিনি শাহ নামেও পরিচিত।