• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

সৌদিতে পুনরায় দূতাবাস চালু করছে ইরান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

সৌদি আরবে আবারও দূতাবাস খুলতে যাচ্ছে ইরান। দীর্ঘ সাত বছর ধরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকা দেশটির রাজধানী রিয়াদে এ সপ্তাহেই ইরানের এ দূতাবাস চালু করা হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র সৌদি আরবে তার কূটনৈতিক মিশন চালু করার বিষয়টি নিশ্চিত করেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দীর্ঘ বৈরীতার অবসান ঘটিয়ে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণ এক চুক্তিতে সই করে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ওই মুখপাত্র জানান, গত মার্চে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির আওতায় তেহরান এবং রিয়াদ তাদের মধ্যে বছরের পর বছর ধরে চলা বৈরিতার অবসানে সম্মত হয়। এর কয়েক মাসের মধ্যেই কূটনৈতিক এ মিশন চালু হতে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে… মঙ্গলবার এবং বুধবারের মধ্যে রিয়াদে আমাদের দূতাবাস, জেদ্দায় আমাদের কনস্যুলেট জেনারেল এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন অফিস পুনরায় চালু হবে।

২০১৬ সালে সৌদি আরব শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। শিয়া এই নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসের ও উত্তরপশ্চিমাঞ্চলীয় মাশাদ শহরে সৌদি কনস্যুলেটে হামলা চালায় ক্ষুব্ধ ইরানীরা। ওই ঘটনার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি ।

তখন সৌদি থেকে বহিষ্কৃত হন ইরানের কূটনৈতিক মিশন রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি।এবার তার নেতৃত্বেই পুনরায় চালু হতে যাচ্ছে রিয়াদের দূতাবাস। এর আগে আলিরেজা কুয়েতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি বলেছে, সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ইরানি দূতাবাস উদ্বোধন করা হবে।

তেহরান গত মাসে রিয়াদে সৌদি রাষ্ট্রদূত হিসেবে আলিরেজা এনায়াতির নাম ঘোষণা করে।

তবে তেহরানে সৌদি আরব কবে নাগাদ পুনরায় দূতাবাস চালু অথবা কাকে রাষ্ট্রদূত নিযুক্ত করবে, সে বিষয়ে কোনও তথ্য নিশ্চিত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ