• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের শাসন মেনে নেওয়া হবে না: ল্যাভরভ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ জুন, ২০২৩

আর কখনো যুক্তরাষ্ট্রের শাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেছেন, তার দেশ আর কখনোই মার্কিন শাসন মেনে নেবে না।

বর্তমানে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।
তাজিকিস্তান সফরে গিয়ে ল্যাভরভ বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু বিশৃঙ্খলা হয়েছিল। তারপরও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে।

ল্যাভরভ বলেন, গত কয় বছর ধরে আমরা আফ্রিকা এবং লাতিন আমেরিকায় ফিরেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াশিংটন যে নিজেদের শাসনব্যবস্থা চাপিয়ে দিয়ে রেখেছে, রাশিয়া তা কখনও মানবে না। রাশিয়ার পদক্ষেপ ধীর গতির, তবে নিশ্চিত।

মার্কিন শাসন মানতে চায় না এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান ল্যাভরভ।

মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্বের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত হয় বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ