আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহতআফগানিস্তানের সায়াদ জেলায় একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন
আফগানিস্তানের উত্তর সার-ই-পোল প্রদেশের সায়াদ জেলায় একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বুধবার স্থানীয় তালেবান কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
সার-ই-পোলের তালেবান গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাটি যখন সংঘটিত হয়, তখন একটি যাত্রীবাহী ভ্যান উদ্দেশ্যমূলকভাবে রাস্তা থেকে সরে যায় এবং আলটো ও খাজা ইয়াগানা গ্রামের মধ্যেকার প্রধান সড়কে উল্টে যায়।
দুর্ঘটনার ফলে ১২ নারী, চার পুরুষ এবং আট শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় এক নারী আহত হয়েছেন। আহত নারীকে সায়াদ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় তালেবান কর্মকর্তারা দুর্ঘটনার জন্য চালকের গাফিলতিকে দায়ী করেছেন। তারা বলেছেন, চালক দ্রুত গতিতে ওই গাড়িটি চালাচ্ছিল এবং অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ দুর্ঘটনা ঘটায়।
এছাড়া মঙ্গলবার রাতে (একটি পৃথক ঘটনায়) দেশটির উত্তর-পূর্ব কাপিসা প্রদেশে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সেখানে একটি টয়োটা করোলা ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।