• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

বিচার ব্যবস্থা সংস্কার ও সরকারবিরোধী বিক্ষোভ উত্তাল ইসরাইল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

বিচার ব্যবস্থার সংস্কার ও দেশটির সংখ্যালঘু ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর মারাত্মক সহিংসতার প্রতিবাদে ইসরাইলজুড়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিতর্কিত সব পরিকল্পনার বিরুদ্ধে টানা ২৩ সপ্তাহ ধরে এ বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারের বিক্ষোভে এক লাখের বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিক্ষোভকারীর জানান, ইসরাইল সরকারের প্রস্তাবিত আইনি পরিবর্তনগুলো বাতিল না করা পর্যন্ত তারা হাল ছেড়ে দেবে না। তেল আবিবে মিশাল গ্যাট নামে এক বিক্ষোভকারী বলেন, আমাদের দেশ চরমপন্থি লোকদের হাতে বন্দি, আমাদের জিম্মি করা হয়েছে।

৪৭ বছর বয়সী এই প্রযুক্তিকর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইসরাইলি জনগণের জন্য গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এসময় দেশটির বসবাস করা আরব সংখ্যালঘুদের ইস্যুতেও নেতানিয়াহু সরকারের সমালোচনা করেন অনেকে। ক্রমবর্ধমান জাতিগত অপরাধের জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ি করেন তারা, যা দেশের আরব সংখ্যালঘুদের প্রভাবিত করেছে।

ইসরাইলি গণমাধ্যম বলছে, চলতি বছরের শুরু থেকে অপরাধ-সম্পর্কিত সহিংসতায় প্রায় ১০২ জন ফিলিস্তিনি-ইসরাইলি নিহত হয়েছে।

সবশেষ বৃহস্পতিবার, নাজারেথ শহরের কাছে ইয়াফিয়া শহরে গাড়ি ধোয়ার সময় পাঁচ ফিলিস্তিনি-ইসরাইলি সংখ্যালঘুকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকরা দীর্ঘদিন ধরে সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে বৈষম্য এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করে আসছে, যা তাদের সম্প্রদায়কে অসমভাবে প্রভাবিত করছে।

আয়োজকরা জানিয়েছেন, তেল আবিবের পাশপাশি হাইফা ও রেহোভট শহরেও বিক্ষোভ হয়েছে।

গত ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় বসার পরপরই দেশটির সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে আনাসহ বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি।

বলা হচ্ছে, নতুন সংশোধনীতে দেশটির সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। আর এতেই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। পরে তাতে যুক্ত হয় ফিলিস্তিনসহ নানা ইস্যু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ