• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রান্তিক বিনিয়োগ বাড়াতে হবে’

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

জেলা পর্যায়ে এসএমইসহ ছোট ছোট বিনিয়োগ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য উন্নত বাংলাদেশ গড়তে হলে জেলা-উপজেলা পর্যায়ে প্রান্তিক বিনিয়োগ বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

রোববার (১১ জুন) আগারগাঁওয়ের বিডা ভবনে আয়োজিত এক কর্মশালায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ আয়তনে ছোট হলেও কৃষি উৎপাদন অনেক বেশি জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, কৃষি বেইজড ইন্ডাস্ট্রি গড়ে তুলতে বিনিয়োগকারীদের উৎসাহ দিতে হবে। এছাড়াও বিভিন্ন জেলায় শিল্প, পর্যটন, স্থানীয় কৃষিপণ্যের বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই এগিয়ে আসতে হবে।

কর্মশালায় অংশ নেওয়া জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা জেলাতে চাকরি করেন, স্থানীয় বিনিয়োগের বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

কর্মশালায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি মিজ ভ্যান গুয়েন। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ