সাইক্লোন ‘বিপর্যয়’ বড় রকমের প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে পারে। ভারতের পশ্চিম অংশকে আঘাত করতে ছুটে আসছে ‘বিপর্যয়’। আর কয়েকঘণ্টার মধ্যে বিপর্যয়ের ল্যান্ডফল হতে পারে পশ্চিম উপকূলে। মুম্বাই এবং গুজরাটে জারি হয়েছে হাই অ্যালার্ট। গুজরাটে আজ থেকে ১৬ জুন পর্যন্ত নাগাড়ে ভারি বৃষ্টি হতে পারে। মুম্বাই রীতিমতো বিপর্যয়ের কবলে পড়তে পারে। আহমেদাবাদ, কচ্ছ, সুরাট প্রভৃতি জায়গায় নিচু এলাকা থেকে লোক সরানোর কাজ শুরু হয়েছে। মুম্বাইয়ে ধারাভি বস্তিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দুপুরে একটি বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন।
জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্তারা বৈঠকে অংশ নেন। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ফলে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হতে পারে, তাই প্রধানমন্ত্রী যে কোনো অবস্থার জন্য তৈরি থাকতে বলেছেন। বিপর্যয়ের গতিমুখ যেহেতু পাকিস্তানের দিকে থাকবে তাই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত।