গাড়ি চোরকে থামাতে গুলি ছোরে পুলিশ। আর তাতে প্রাণ হারান চোরের ৯ বছরের সন্তান। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ইরানে। ঘটনাটি নিয়ে এরইমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, নিহত ওই শিশুর নাম মোর্তাজা জারেগানি। হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে এই ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, গাড়িতে যে চোরের সঙ্গে তার সন্তানও ছিল তা তারা বুঝতে পারেনি। পুলিশ বহুবার সেই গাড়ি থামাতে চেয়েছিল। এরপরেও চোর না থামায় তারা গুলি করতে বাধ্য হয়।
এদিকে ইরানের পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্তের বিরুদ্ধে মাদক পাচার ও গাড়ি চুরির অভিযোগ রয়েছে। ইরানের নিউজ চ্যানেল জামারানের প্রতিবেদনে বলা হয়, ছেলের মৃত্যুর পর মোর্তাজার বাবা দাবি করেছে, ছেলেকে হত্যার আগে ইরানের পুলিশ কোনও ‘অ্যালার্ট’ দেয়নি।
আচমকাই গুলি এসে বেঁধে ৯ বছরের বালকের শরীরে। মোর্তাজার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছেন।
ইরানের পুলিশের কড়াকড়ি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আগে থেকেই গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে প্রায় ৬ মাস উত্তাল ছিল গোটা ইরান। গত নভেম্বরেও কিয়ান নামের এক ছোট্ট ছেলেকে হত্যার অভিযোগ ওঠে ইরানের নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে। হিজাব বিতর্কের সময় প্রতিবাদীরা যে রাস্তায় ছিলেন, সেখান দিয়ে হাঁটছিল ছোট্ট কিয়ান। তখনই তাকে গুলি করে ইরানের নিরাপত্তা বাহিনী বলে অভিযোগ। এখন আবার মোর্তাজার নিহত হওয়ার পর পুরনো বিতর্ক সামনে উঠে আসছে।