• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

পানির মধ্যে চলছে বিএনপির তিন সংগঠনের মিছিলের প্রস্তুতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর আড়াইটায় মগবাজার পর্যন্ত মিছিল করার কথা ছিল দলটির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের। তারুণ্যের সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে তাদের এই মিছিল করার কথা। কিন্তু বৃষ্টি ও পরে বৃষ্টির পানি জমে থাকার কারণে নির্ধারিত সময়ে মিছিল শুরু করতে পারেনি তারা। তবে, সড়কের পানি কিছুটা কমে এলে বিকেল ৩টা থেকে মিছিলের প্রস্তুতি নিতে শুরু করে তিন সংগঠন।

সোমবার (১২ জুন) বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পানির মধ্যে দাঁড় করানো পিকআপ ভ্যানে কোরআন তেলাওয়াতের পর মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি নেতারা। এর আগে ছোট ছোট মিছিল নিয়ে তিন সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন।

এদিকে, বিএনপির তিন সংগঠনের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছের নাইটিঙ্গেল মোড়ে রাখা হয়েছে জলকামান, প্রিজনভ্যান। এছাড়া ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যও উপস্থিত রয়েছে।

একদিকে বৃষ্টির কারণে সড়কে পানি জমে আছে, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় নয়াপল্টন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

মিছিল পূর্ব সমাবেশে অংশ নিতে উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়, রবিউল আলম রবি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ