সমকামিদের নিয়ে একটি উৎসবের আয়োজন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অফিস হোয়াইট হাউজ। সেখানকার দক্ষিণ লনে শনিবার এই আয়োজন হয়। সেখানে অংশ নেওয়া একজন মডেল হঠাৎ করে তার উর্ধাঙ্গের কাপড় সরিয়ে ফেলেন। এই ঘটনার পর ওই মডেলকে নিষিদ্ধ করেছে হোয়াইট হাউজ।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, স্যোসাল ইনফ্লুয়েন্সার ও ট্রান্সজেন্ডার ওই মডেলের নাম রোজ মন্টোয়া। এদিন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ‘আমার পরিচিত সবচেয়ে সাহসী এবং সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ব্যক্তি’ হিসাবে বর্ণনা করেন ট্রাম্প।
মন্টোয়া পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেন। পরে তিনি লিঙ্গ পরিবর্তন করে নারীতে রুপান্তরিত হন। শনিবার হোয়াইট হাউজের ‘প্রাইড সেলিব্রেশন’-এ প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে দেখা করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন।
প্রেসিডেন্ট বাইডেনকে অভিবাদন জানানোর পর এক্সিকিউটিভ ম্যানশনে ক্যামেরার সামনে মন্টোয়া তার বক্ষ উন্মুক্ত করেন। তার পাশে ছিল আরও দু’জন টপলেস ব্যক্তি, যাদের মধ্যে একজন মহিলা-থেকে-পুরুষ হয়েছেন।
এটি প্রকাশ হওয়ার পর সেটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর মন্টোয়া কোনো আইন লঙ্ঘন করেননি বলে নিজের পক্ষে সাফাই দেন।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন যে, মন্টোয়া এবং তার সঙ্গীদের আর ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউতে (হোয়াইট হাউজে) স্বাগত জানানো হবে না।
ওই মুখপাত্র বলেন, ‘এই আচরণ হোয়াইট হাউজের যেকোনো অনুষ্ঠানের জন্য অনুপযুক্ত এবং অসম্মানজনক। ভিডিওতে থাকা ব্যক্তিদের ভবিষ্যতের ইভেন্টগুলিতে আমন্ত্রণ জানানো হবে না।
অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভাষণে বাইডেন সেনাবাহিনীতে ট্রান্সজেন্ডার সৈন্যদের উপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার, সমকামী পুরুষদের রক্তদানের উপর নিষেধাজ্ঞার অবসান ঘটাতে এবং উগান্ডাকে একটি কট্টর সমকামী বিরোধী আইন বাতিল করার জন্য চাপ দেওয়ার বিষয়ে গর্ব প্রকাশ করেন।