• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

ইউক্রেনের পাল্টা আক্রমণে শীর্ষ রুশ জেনারেল নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৪ জুন, ২০২৩

রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের পাল্টা আক্রমণের সময় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় একজন শীর্ষ রুশ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

মস্কোর নিয়ন্ত্রণাধীন দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়ান-স্থাপিত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ জানান, ইউক্রেনীয় বাহিনী কিছু এলাকা পুনরুদ্ধারের সময় রাশিয়ার ৩৫তম সেনাবাহিনীর প্রধান মেজর-জেনারেল সের্গেই গোরিয়াচেভ জাপোরিজিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

তবে গোরিয়াচেভের মৃত্যুর খবরের তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ বার্তা দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়টার্স নিউজ এজেন্সি অনুসারে, ৫২ বছর বয়সী গোরিয়াচেভ ১৯৯০ এর দশকে দ্বিতীয় চেচেন যুদ্ধে যুদ্ধ করেছিলেন, সে সময় একটি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এ ছাড়া তাজিকিস্তানে একটি রাশিয়ান সামরিক ঘাঁটির তদারকি করেছিলেন এবং মলদোভার বিচ্ছিন্ন রাশিয়ানপন্থী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতে রাশিয়ান বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

মূলত একজন রাশিয়ান যুদ্ধ সংবাদদাতা এবং সামরিক ব্লগারের মাধ্যমে শীর্ষ এই জেনারেলের মৃত্যুর বিষয়টি সামনে আসে। তার মৃত্যুর খবরটি সত্যি হলে জেনারেল গোরিয়াচেভই হবেন প্রথম কোনো রুশ জেনারেল, যিনি চলতি বছর ইউক্রেনে নিহত হলেন।

তবে শীর্ষ এই রুশ জেনারেলের মৃত্যুর বিষয়টি কোনো রুশ সরকারি সূত্র থেকে এখনো নিশ্চিত করা হয়নি এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখনো পর্যন্ত ওই দাবি যাচাই করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ