দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলের সীমান্তে তীব্র লড়াইয়ে লিপ্ত রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী। ছবি: সংগৃহীত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক এবং দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের সীমান্তে তীব্র লড়াইয়ে লিপ্ত রয়েছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী। কারণ কিয়েভের সামরিক বাহিনী সেখানকার ফ্রন্টলাইনগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলমান পাল্টা আক্রমণের মাধ্যমে দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধারের চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এক্ষেত্রে তারা সামান্য হলেও অগ্রসর হচ্ছে।
খবরে বলা হয়েছে, ক্রিভি রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুলের মতে, মঙ্গলবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো মধ্যাঞ্চলীয় ইউক্রেনীয় শহর ক্রিভি রিহ-তে আক্রমণ করে। এতে কমপক্ষে ১১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ডিফেন্স শহরের উপর দিয়ে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ফেলেছে। কিন্তু বেসামরিক অবকাঠামোতে আঘাতকারী ক্ষেপণাস্ত্রও ছিল, একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের জন্য বুধবার এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।
সিএনএন বলছে, মস্কো সমর্থিত কর্মকর্তা এবং সামরিক ব্লগারদের কাছ থেকে সর্বশেষ যুদ্ধের যে প্রতিবেদন এসেছে, যারা মকরি ইয়ালি নদীর উভয় তীরে ভেলিকা নোভোসিল্কা শহরের দক্ষিণে সংঘর্ষের বিশদ বিবরণ দিয়েছেন, যেখানে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনীয় বাহিনী সাফল্য অর্জন করেছে বলে স্বীকার করা হয়েছে।
এদিকে ভূ-অবস্থানকৃত ভিডিও অনুসারে কিয়েভের বাহিনী শনিবার ইউক্রেন নদীর তীরবর্তী কয়েকটি ছোট গ্রাম দখল করেছে। রোববার ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, এই অঞ্চলে কিয়েভের অগ্রগতির পরিমাণ ৫ থেকে ১০ কিলোমিটার হবে।