• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

এবার ইরান সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুন, ২০২৩

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরান সফরে যাচ্ছেন। শনিবার তার এই সফরের কথা নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যমগুলো। এছাড়া আরব নিউজসহ সৌদি গণমাধ্যমগুলোতেও সফরের খবর প্রচার করা হচ্ছে। চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যেকার বন্ধুত্ব গভীর করতে নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তারই ধারাবাহিকতায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে যাচ্ছেন।

ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, তেহরানে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের সময় সৌদি দূতাবাস উদ্বোধন করতে পারেন। গত ৭ই জুন ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাস চালু করেছে। এছাড়া, সৌদি বন্দরনগরী জেদ্দায় ইরানি একটি কনসুলেট অফিস খুলেছে।

গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরব চুক্তি সই করার পর দুই দেশই একে অপরের কাছাকাছি আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান প্রতিশ্রুতি দিয়েছে তারা সৌদি আরবের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাবে।

সৌদি আরবও জানিয়েছে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এর ফলে দুই দেশের মধ্যে ৭ বছর ধরে যে শত্রুতা চলছিল তার সমাপ্তি হয়।
ইরান-সৌদি সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ইয়েমেন, সিরিয়া ও লেবাননেও স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এরইমধ্যে সিরিয়াকে কাছে টেনে নিতে শুরু করেছে আরব দেশগুলো। বাশার আল-আসাদের দেশটিকে এরইমধ্যে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ