• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

সামুদ্রিক খাবার রফতানিতে ভারতের রেকর্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ জুন, ২০২৩

সামুদ্রিক খাবার (সি ফুড) উৎপাদন ও রফতানিতে রেকর্ড গড়েছে ভারত। এটি ২০২২-২৩ অর্থবছরে এর থেকে রফতানিকৃত আয় আগের চেয়ে সর্বোচ্চ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে ভারত ৬৩ হাজার ৯৬৯ কোটি রুপির সামুদ্রিক খাবার রফতানি করেছে। এর পরিমাণ ছিল ১.৭ মিলিয়ন টন। এটি ২০২১-২২ অর্থবছরের তুলনায় রফতানির দিক দিয়ে ২৬.৭৩ শতাংশ এবং মূল্যের দিক দিয়ে ৪.৩১ শতাংশ বেশি।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হিমায়িত চিংড়ি পরিমাণ এবং মূল্য উভয় ক্ষেত্রেই প্রধান রফতানি পণ্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ভারতের সামুদ্রিক খাবারের প্রধান আমদানিকারক হয়ে উঠেছে।

এক বছরে হিমায়িত চিংড়ি রফতানি করেছে ভারত আয় করেছে ৪৩ হাজার ১৩৫ কোটি রুপি। এছাড়াও রফতানি হওয়া উল্লেখযোগ্য সামুদ্রিক খাবারের মধ্যে রয়েছে হিমায়িত মাছ।

মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন হল ভারতীয় সামুদ্রিক খাবারের মূল বাজার। দক্ষিণ পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম বাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ