ফিলিস্তিনের পশ্চিমতীরে বোমা মেরে কামাল জুরি নামের এক ফিলিস্তিনির ঘর উড়িয়ে দিয়েছে ইসরাইল বাহিনী। বৃহস্পতিবার সকালে পশ্চিমতীরের নাবলুস শহরের তিল এলাকায় এ ঘটনা ঘটে।
আনাদুলু এজেন্সি সূত্রে জানা যায়, দখলদার বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট কামালের ঘরে এ হামলা চালায়। তার ঘর ছিল একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায়। এ ঘটনায় ফিলিস্তিনি ও দখলদার বাহিনীর মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ইসরাইল বাহিনী গুলি, বোমা ও ট্রিয়ারসেল নিক্ষেপ করে। অপরদিকে ফিলিস্তিনিরা পাথর ছুঁড়ে তাদের মোকাবেলা করে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০১ জন আহত ব্যক্তিকে স্থানীয় স্বাস্যসেবা কেন্দ্রে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৭ জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর কামাল জুরি ইসরাইলি বাহিনীকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে এক ইসরাইলি সেনা নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে তারা এ হামলা চালায়।