এখন থেকে ইনস্টাগ্রামের রিলস ডাউনলোড করতে পারবেন অ্যাপ থেকেই। কোনো থার্ড পার্টি অ্যাপের দরকার হবে না। ইনস্টাগ্রাম নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে এখন খুব সহজেই আপনার পছন্দের রিলস ভিডিওটি ডাউনলোড করতে পারবেন ফোনে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীরা রিলগুলো ডাউনলোড করতে সক্ষম হবে। ব্যবহারকারীরা শেয়ার আইকনে ট্যাপ করে ডাউনলোড অপশন থেকে এটি করতে পারবে। তিনি উল্লেখ করেছেন, শুধু পাবলিক অ্যাকাউন্টে থাকা রিলগুলো ডাউনলোড করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্টগুলো রিল ডাউনলোড করার ক্ষমতা বন্ধ বা সীমাবদ্ধ করতে পারবে।
মূলত টিকটককে টেক্কা দিতেই মেটার মালিকানাধীন সাইটটিতে আনা হয় এই শর্ট ভিডিও তৈরির ফিচারটি। যা বর্তমানে মেটারের আরেক সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকেও আছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ থেকেই রিলস ডাউনলোড করতে পারবেন-
>> এক্ষেত্রে প্রথমে আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন
>> এবার যে রিলটি ডাউনলোড করতে চান তা প্লে শুরু করুন।
>> এখন কাগজের প্লেন সদৃশ শেয়ার আইকনে ক্লিক করুন।
>> পরবর্তী ধাপে ‘অ্যাড রিলস টু ইওর স্টোরি’ অপশনে ক্লিক করুন।
>> এবার ওপরের ডান কোণায় প্রদর্শিত থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
>> এরপরে ‘স্টোরি’ ডিসকার্ড করুন।
>> রিলটি ইনস্টাগ্রাম ফোল্ডারে ডাউনলোড হবে, চাইলে গ্যালারি অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো সময়।
সূত্র: ইনস্টাগ্রাম হেল্প সেন্টার