চারদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার (২৪ জুন) মিশরের উদ্দেশে রওনা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটাই তার প্রথম মিশর সফর। সেখানে একাদশ শতকের আল-হাকিম মসজিদ পরিদর্শন করবেন তিনি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসির আমন্ত্রণে দুই দিনের এই সফর মোদির।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল শতাব্দী প্রাচীন আল হাকিম মসজিদটি। দীর্ঘ ৬ বছর পর সম্প্রতি সেটি চালু হয়েছে। দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে আল-হাকিম মসজিদ অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ফলে অনেকেই মনে করছেন, মূলত দাউদি বোহরাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই পদক্ষেপ।
শনিবার থেকে শুরু হওয়া এই সফরে হিলিওপলিস যুদ্ধের সমাধিস্থলে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে প্রথম বিশ্বযুদ্ধের পর সমাহিত ভারতীয় সৈনিকদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর গিয়েছেন। আল-সিসির সঙ্গে সাক্ষাতের আগে সেখানকার শীর্ষস্থানীয় মন্ত্রী তথা আমলাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্ক কীভাবে জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী মোদির এই সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সই হতে পারে। পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াতরা বলেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধু যে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করবে তা নয়, বাণিজ্যিক ও আর্থিক ক্ষেত্রেও উন্নতি ঘটাবে।