• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

মধ্যরাতে ফের জায়েদ খানকে ‘কাউয়া শিল্পী’ বললেন ওমর সানি!

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ জুন, ২০২৩

আজকাল ওমর সানি বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করছেন সমাজমাধ্যমের পাতায়। তবে তাতে বাহবা পান না মোটেই। বরং সমালোচনার মুখে পড়েন। শিকার হন ট্রলের।

এই তো কয়েকদিন আগে নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে যাওয়া শিল্পীদের কয়েকজনকে ‘কাউয়া শিল্পী’ বলে কটাক্ষ করেছেন সানি।

ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কম বেশি আমরা সবাই লাফ দিতাম। কিন্তু এখন যে ধরনের দুই-একজন কাউয়া শিল্পীকে তারা নিয়ে যাচ্ছে। আমরা অবাক হচ্ছি, রুচির দুর্ভিক্ষ।’

এই লেখনির পর তাকে নিয়ে বেশ সমালোচনা হয়। এরপর ফের রোববার রাত দুইটা ৫১ মিনিটে একই বিষয়ে আরও একটি স্ট্যাটাস দেন সানি। সেখানে তিনি লিখেছেন, ‘বহুবার গেছি আমেরিকা। কাউয়া শিল্পী সবাই না। মাত্র একজন। অনুষ্ঠানের নামে ব্যবসা। তোর অ্যাওয়ার্ডের গুষ্টি মারি। কিন্তু অনেক ভালো শিল্পীও আছে ওখানে। আমাদের চেয়েও ভালো। শ্রদ্ধা।

ধারণা করা হচ্ছে, ওই একজন কাউয়া শিল্পী বলতে জায়েদ খানকে বুঝিয়েছেন তিনি। কারণ কয়েকমাস আগে মৌসুমীকে কেন্দ্র করে এ অভিনেতার সঙ্গে বিবাদের জড়িয়েছিলেন সানি।

সানি দাবি করেছিলেন, জায়েদ তাকে বন্দুক তাক করেছিল! তখন সেটা নিয়ে কম জলঘোলা হয়নি। পরে যদিও সব মিটে যায়। তবে জায়েদের প্রতি ক্ষোভ কমেনি তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ