• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

তাহসান কে নিয়ে যে মন্তব্য করলেন তসলিমা নাসরিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি দিয়ে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ।

এ যুগলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।
অনেকেই তাহসানের ফেসবুক পেজের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বিয়ে করে জিতেছেন তাহসান খান।

যদিও এটা মানতে নারাজ নির্বাসিত, ভারতে বসবাসরত লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা দাবি, তাহসান নয়, বরং মিথিলা-রোজা জিতেছেন।

সামাজিকমাধ্যমে এক পোস্টে তসলিমা লিখেছেন, “ফেসবুক ছেয়ে গেছে ‘তাহসান জিতেছে তাহসান জিতেছে’ রবে। কেন তাহসান জিতেছে, বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজেতির কী হলো! হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে, তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, একত্রবাস করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতল কেন তাহলে তাহসান?”

তসলিমার বক্তব্য, তাহসান জিতেছেন বলে পোস্ট বা কমেন্ট নারীবিদ্বেষী সমাজই প্রতিফলিত হচ্ছে।

এর ব্যাখায় তিনি লিখেছেন, ‘তাহসান জিতেছেন, এই নিয়ে সবাই উল্লাস করছে। নারীবিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে। সর্বক্ষণ জেতে। তাদের হার নেই। হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি মনে করি মিথিলা বা রোজা হেরেছেন? না। তারা একটুও হারেননি। তারা পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে নিজের যোগ্যতায় স্বর্নিভরতা এবং স্বাধীনতা অর্জন করেছেন। নারীবিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছেন না কুৎসা বা নিন্দায়। এটা জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত।

তসলিমা আরও লেখেন, ‘ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক, সে স্বামী হোক ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। জিতে যাওয়ার এটি তৃতীয় শর্ত। স্বামীর আচার-ব্যবহার যদি পছন্দ না হয় রোজ়ার, তার স্বনির্ভরতাই তাকে সাহস জোগাবে স্বামীকে ত্যাগ করার, মাথা উঁচু করে একা বাঁচার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়। নারীর জন্যই এ চ্যালেঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ