• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

ইসরায়েলিদের কোরআন অবমাননার নিন্দা করল মুসলিম স্কলারস ইউনিয়ন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ জুন, ২০২৩

ইসরায়েলিদের কোরআন অবমাননার তীব্র নিন্দা করেছে মুসলিম স্কলারস ইউনিয়ন। এ সংগঠনটি জানিয়েছে, এ ধরনের ঘটনা ইসলামের পবিত্র মূল্যবোধের ওপর একটি সুস্পষ্ট আক্রমণ। এটা বিশ্বের সকল মুসলমানের অনুভূতিকে আঘাত করেছে।

শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের উরিফ শহরে একটি মসজিদ ভাঙচুর করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এরপর তারা মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন ছিঁড়ে ফেলে। এরপরই ইসরায়েলিদের কড়া সমালোচনা করে মুসলিম স্কলারস ইউনিয়ন।

ইসরায়েলিদের কোরআন অবমাননার বিষয়ে দোহাভিত্তিক এ সংগঠনটি বলেছে, ‘এটা বর্বর ও কলঙ্কজনক কাজ। ইসরায়েলিরা ইসলামের পবিত্র মূল্যবোধের ওপর একটি সুস্পষ্ট আক্রমণ চালিয়েছে। বিশ্বের সকল মুসলমানের অনুভূতিকে লক্ষ্য করে তারা এ ঘৃণ্য কাজ করেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই কোরআন অবমাননার ঘটনার নিন্দা করেছে এবং সাম্প্রতিক দিনগুলোতে এই অঞ্চলে নতুন করে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তুর্কি কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত উরিফ শহরের একটি মসজিদে প্রবেশ করে কোরআন অবমাননা করেছে একদল ইহুদি বসতি স্থাপনকারী। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

বিভিন্ন ফিলিস্তিনি শহরে বারবার ইসরায়েলি অভিযানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে প্রায় ২৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে পৃথক হামলায় অন্তত ২৫ ইসরায়েলি নিহত হয়েছে।

বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে সাত লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী অবৈধভাবে বাস করছেন। এছাড়া তারা সেখানে ১৬৪টি বসতি ও ১১৬টি ফাঁড়ি নির্মাণ করেছেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের সমস্ত ইহুদি বসতি অবৈধ।

সূত্র : ইয়েনি শাফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ