• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

বিদ্রোহের পরিস্থিতি বিশেষ সামরিক অভিযানকে প্রভাবিত করবে না: ক্রেমলিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ জুন, ২০২৩
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, সশস্ত্র বিদ্রোহের পরিস্থিতি বিশেষ সামরিক অভিযানের গতিপথকে কোনোভাবেই প্রভাবিত করবে না, এটি অব্যাহত থাকবে।

‘কোনও উপায়ে নয়। বিশেষ সামরিক অভিযান অব্যাহত রয়েছে, সামনের সারিতে থাকা আমাদের যোদ্ধারা বীরত্ব প্রদর্শন করছে, তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পাল্টা আক্রমণকে অত্যন্ত কার্যকরভাবে প্রতিহত করছে। এবং অভিযান অব্যাহত থাকবে,’ তিনি এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন।

২৩ জুন, ওয়াগনার পিএমসি প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের টেলিগ্রাম চ্যানেলে বেশ কয়েকটি অডিও রেকর্ডিং পোস্ট করা হয়েছিল। তিনি বিশেষভাবে দাবি করেছিলেন যে, তার বাহিনী আক্রমণের মুখে পড়েছে, যার জন্য তিনি দেশটির সামরিক কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

এ বিষয়ে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সশস্ত্র বিদ্রোহের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াগনার পিএমসির ‘পিছন শিবিরে’ হামলার অভিযোগকে জাল খবর বলে নিন্দা করেছে। সূত্র: তাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ