বগুড়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও প্রায় ৬ মাস বাকী রয়েছে। তবে প্রচার প্রচারণায় তুঙ্গে উঠেছে বগুড়া-১ আসন। ওই আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট ব্যবসায়ী ও সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক শাহাজাদী আলম লিপি ইতিমধ্যেই গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ করে ওই নির্বাচনী আসনের ভোটারদের মনিকোঠায় ¯স্থান দখল করে নিতে সক্ষম হয়েছেন। তিনি মিশুক ও সাদা মনের মানুষ। তাই খুব অল্প সময়ে ওই দুটি উপজেলার মানুষের কাছে তিনি আত্মার আত্মীয় হতে সক্ষম হয়েছেন। জনপ্রিয়তায় সকল সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি রয়েছেন শীর্ষে।
সরজমিনে গতকাল শনিবার সোনাতলা ও সারিয়াকান্দি নির্বাচনী বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীদের মধ্যে শাহাজাদী আলম লিপি যোগ্য। সুখে দুখে ওই এলাকার ভোটাররা তাকেই কাছে পান। এছাড়াও তারা আরও জানান, তিনি মিশুক মনে মানুষ। সদা হাস্যজ্বল শাহাজাদী আলম লিপি বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হলে বিপুল ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন।
মিশুক মনের মানুষ বলেই সাধারণ মানুষ ও ভোটাররা তাকে মনে প্রানে গ্রহণ করে নিয়েছেন। তিনি যেন, সোনাতলা-সারিয়াকান্দি বাসীর আত্মার আত্মীয়। দীর্ঘদিন যাবত পারিবারিক ভাবে মানুষকে সাহায্য সহযোগিতা, ঈদ ও পূজায় দান অনুদান দিয়ে আসছেন। এমনকি অসুস্থ¯’ মানুষের চিকিৎসা সেবা, বিপদ গ্রস্থ¯’ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য মানুষের মনিকোঠায় ¯’স্থান করে নিতে সক্ষম হয়েছেন। এমনকি ভোটাররা আরও বলেছেন, তিনির যেকোন প্রতীক নিয়েই তাদের কাছে এলে ভোটাররা তার প্রতীকে রায় দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন।
ওই এলাকার ভোটাররা আরও বলেছেন, জেগেছে জনতা বেঁধেছে জোট এবার দেবে তারা লিপি আপাকে ভোট। ভোটারদের মনে প্রানের চাওয়া পাওয়া শাহাজাদী আলম লিপি সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষ সহযোগিতা পাবে। শাহাজাদী আলম লিপি নিজেই। দীর্ঘদিন যাবত সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার আনাচে কানাচে গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ করে ভোটারদের মনে ¯স্থান করে নিয়েছেন।