• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ জুলাই, ২০২৩
ছবি প্রতীকী

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। কিয়েভে রুশ হামলার পর তারা এ তথ্য দিয়েছে। অপরদিকে রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশের সীমান্তে আরও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। ওই সীমান্ত অঞ্চলে ৫০০ পুলিশ পাঠিয়েছে পোলিশ সরকার।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে যে তারা রুশ সেনাবাহিনীর তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আটটি অ্যাটাক ড্রোন গুলি করে ভূ-পাতিত করেছে। তারা জানিয়েছে, ১২ দিনের মধ্যে কিয়েভে রাশিয়ার প্রথম আক্রমণের সময় ওই ঘটনা ঘটে।

ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, তারা যেসব রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে তার মধ্যে আটটি ইরানি ড্রোন এবং তিনটি রুশ কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।

কিয়েভ শহরের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান রুসলান ক্রাভচেঙ্কো বলেছেন, এই অঞ্চলে রুশ হামলার পর ধ্বংসাবশেষ পড়ে তিনটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে পোল্যান্ড জানিয়েছে, তারা রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশের সঙ্গে থাকা সীমান্তে আরও কড়াকড়ি আরোপ করবে। সেখানে তারা অতিরিক্ত ৫০০ পুলিশ কর্মকর্তা পাঠাবে।

রোববার পোলিশ বর্ডার গার্ড জানিয়েছে, শনিবার বেলারুশ থেকে অবৈধভাবে ১৮৭ জন পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করেছিল।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি টুইটারে লিখেছেন, “বেলারুশের সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আমি প্রতিরোধমূলক এবং উগ্রবাদবিরোধী ইউনিট থেকে ৫০০ জন পোলিশ পুলিশ অফিসার পাঠিয়েছি। এভাবে আমরা আমাদের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি। তারা ওই সীমান্তের নিরাপত্তার জন্য পাঁচ হাজার সীমান্তরক্ষী এবং দুই হাজার সৈন্যের সঙ্গে যোগ দেবে।”

সূত্র : আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ