চলতি মাসের শেষ নাগাদ প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের ফল। আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে ফল প্রকাশের অনুমতি চেয়ে সারসংক্ষেপ পাঠাবেন। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা ইতিমধ্যে ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে সম্ভাব্য ফল প্রকাশের অনুমতি চেয়ে প্রস্তাব পাঠিয়েছি। এই সময়ের মধ্যে বা এর আগে-পরে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
জানা যায়, আগের বছরগুলোতে সাধারণত ১ ফেব্রুয়ারিই শুরু হতো এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু করোনার প্রাদুর্ভাবে সেই সূচি ওলটপালট হয়ে গেছে। গত দুই বছর আরও দেরিতে পরীক্ষা শুরু হলেও এ বছর ৩০ এপ্রিল পরীক্ষা শুরু হয়। সাধারণ ৯ শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৩ মে আর মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে তা শেষ হয় গত ২৮ মে। তবে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলো।
২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।