ইসরায়েলের তেল আবিব শহরে গাড়িচাপা ও গুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
অধিকৃত জেনিন ক্যাম্পে দুদিন ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানে শিশুসহ অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তেল আবিবের পিনচাস রোজেন স্ট্রিটে গাড়িচাপা ও গুলির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, আক্রমণকারী নিহত হয়েছেন।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম ফিলিস্তিনি প্রতিরোধের ঘটনায় প্রশংসা করেছেন। জেনিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এটা ‘প্রথম জবাব’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
গাড়িচাপা ও গুলির ঘটনায় ৪৬ বছর বয়সী একজন ইসরায়েলি নারী গুরুতর আহত হয়েছেন। অন্য দুজনের মাঝারি অবস্থা, বাকিজন হালকা আহত হয়েছেন।