• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

পারমাণবিক কেন্দ্রে ‘বিপজ্জনক উসকানির পরিকল্পনা করছে রাশিয়া : জেলেনস্কি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ জুলাই, ২০২৩
Ukrainian President Volodymyr Zelensky addresses a joint press conference with Spain's Prime Minister following their talks in Kyiv, on July 1, 2023. Spanish Prime Minister Pedro Sanchez arrived in Kyiv on July 1, 2023, to signal EU support for Ukraine as the country's commander-in-chief said he was frustrated by the slow deliveries of Western weapons. (Photo by Sergei CHUZAVKOV / AFP) (Photo by SERGEI CHUZAVKOV/AFP via Getty Images)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেছেন, রাশিয়া মস্কো-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘বিপজ্জনক উসকানির’ পরিকল্পনা করছে।

ইউরোপের বৃহত্তম এই প্ল্যান্টে একটি ঘটনার প্রস্তুতির ব্যাপারে কিয়েভ এবং মস্কো একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনার পরে ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।

রাশিয়ার আগ্রাসনের সময় পারমাণবিক প্ল্যান্টের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আশঙ্কা অব্যাহত রয়েছে।

তিনি বলেন,‘আমি ইমানুয়েল ম্যাক্রোঁকে সতর্ক করে জানিয়েছি যে দখলদার সৈন্যরা জাপোরিঝিয়া প্ল্যান্টে বিপজ্জনক উস্কানি দেয়ার প্রস্তুতি নিচ্ছে।’

জেলেনস্কি তার ফরাসি প্রতিপক্ষের সাথে একটি ফোন কলের পরে এক বিবৃতিতে এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা আইএইএ (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) এর সাথে পরিস্থিতি সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখতে সম্মত হয়েছি।’

জেলেনস্কি মঙ্গলবার সন্ধ্যার ভাষণে বলেছেন, ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, রাশিয়া প্লান্টে ‘বিস্ফোরকের মতো বস্তু স্থাপন করেছে’।

তিনি বলেন, ‘সম্ভবত প্লান্টে একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে, হয়ত তাদের অন্য কোনো পরিকল্পনা আছে। কিন্তু যাই ঘটুক, বিশ্ব তা দেখছে।’

তিনি উল্লেখ করেন, ‘বিকিরণ বিশ্বের সকলের জন্য হুমকি।’

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বিস্ফোরক স্থাপন সম্পর্কে সতর্ক করে জানায়, সাইটে ‘তৃতীয় এবং চতুর্থ চুল্লির বাইরের ছাদে বিস্ফোরক ডিভাইসের মতো বাহ্যিক বস্তু স্থাপন করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘তাদের বিস্ফোরণে বিদ্যুতের ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হবে না, তবে ইউক্রেনের দিক থেকে গোলাগুলোর একটি অভিযোগ আসতে পারে।’ মস্কো ‘এটি সম্পর্কে ভুল তথ্য দেবে’ বলে ইউক্রেন অভিযোগ করেছে।

মস্কোতে রাশিয়ার রোসাটম পারমাণবিক সংস্থার উপদেষ্টা রেনাত কারচা কিয়েভকে প্লান্টে হামলার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করেছেন।

‘আজ আমরা এমন তথ্য পেয়েছি যে আমি দায়িত্ব নিয়ে ঘোষণা দিতে পারি ৫ জুলাই আক্ষরিক অর্থে রাতের অন্ধকারে, ইউক্রেনের সেনাবাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করার চেষ্টা করবে।’

কারচা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে এ কথা বলেছেন।

তিনি দাবি করেছেন, ইউক্রেন ড্রোনের পাশাপাশি ‘উচ্চ প্রযুক্তির-নির্ভুল, দূরপাল্লার অস্ত্র’ ব্যবহার করার পরিকল্পনা করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এবং ইউক্রেন নিয়মিতভাবে একে অপরকে প্লান্টের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ