বিয়ে নিয়ে কি শাকিবকে খোঁচা দিলেন অভিনেতা আফরান নিশো? এ প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গণে। এবারের ঈদে নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। গত সোমবার (৩ জুলাই) বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন আফরান নিশো। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মাঝে বিয়ে-বউ নিয়ে তিনি মন্তব্য করেন। নিশো বলেন, বয়স হয়ে গেছে চল্লিশের উপরে। অনেক দিন ধরে কাজ করছি। বয়স বলছি এ কারণে, আমি তো সো কলড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না বা বাচ্চার কথা বলব না। এসব ধারণা ছিল অনেক আগে। যখন নায়কদের বেশি এক্সক্লুসিভ থাকতে বলা হতো। জনগনের সঙ্গে দেখা না করা সাক্ষাৎ না দেওয়ার প্রচলন ছিল। নিশোর এমন মন্তব্যের পর শাকিব ভক্তরা তা ভালভাবে নেয়নি। তারা মনে করছেন, নিশো শাকিবের দিকে আঙুল তুলছেন। সিনেমার প্রচারে গিয়ে অন্যকে খোঁচা দেয়ার সমালোচনা করছে তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নানা মন্তব্য করছেন। একজন নিশোকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনি নিঃসন্দেহে খুব ভালো অভিনয় করেন। আপনার অভিনয় আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। শাকিব খানের সিনেমা আমি দেখি না, তাকে আমার পছন্দও না। তবে আপনার কথাটা শাকিব খানের দিকে ঈঙ্গিত করে। এইভাবে কথাটা এইসময় এইভাবে বলা মোটেই উচিত হয়নি। অন্যের সমালোচনা দেখে সত্যি আমি অবাক হয়েছি। আপনাকে আরো বিনয়ী হতে হবে। আশা করি, সামনে এই ভুলগুলো করবেন না। একজন লিখেছেন, নাটকের নায়কের আবার অহংকার। অরেকজন লিখেছেন, নিশোর মতো গুণী অভিনেতার পার্সোনালিটির সঙ্গে অন্যের সমালোচনা অপ্রত্যাশিত। অন্য আরেকজন লিখেছেন, ছোট পর্দার প্রিয় একজন অভিনেতা ছিল। বর্তমানে তার কথার ধরণ দেখে বোঝা যাচ্ছে তার পা মাটিতে পড়ছে না। এসব বক্তব্য দিয়ে নিশো নিজেকে ছোট করেছেন।