• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল, তেল আবিব পুলিশ প্রধানের পদত্যাগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
বৃহস্পতিবার তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভ। ছবি: টুইটার

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে কয়েক মাস ধরে বিক্ষোভে উত্তাল রয়েছে ইসরায়েল। বিচার ব্যবস্থা নিয়ে নয়া নীতির বিরোধীতায় এই বিক্ষোভ হচ্ছে। এমন অবস্থার মধ্যে বিক্ষোভ দমনে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় এবং এতে সরকার হস্তক্ষেপ করায় পদত্যাগ করেছেন তেল আবিবের পুলিশ প্রধান।

পদত্যাগ করে বিক্ষোভ দমনে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তেল আবিব জেলা কমান্ডার আমি এশেদ। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর-ডানপন্থী মন্ত্রিসভার সদস্যদের রাজনৈতিক হস্তক্ষেপের কথা উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এর আগে বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি ব্যবহার করতে চেয়েছিলেন।

এশেদের ঘোষণার পরপরই শত শত বিক্ষোভকারী ইসরায়েলি পতাকা নিয়ে এবং গণতন্ত্রের পক্ষে স্লোগান দিয়ে তেল আবিবের মধ্য দিয়ে মিছিল করে। কেউ কেউ প্রধান মহাসড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে দেয়।

বিক্ষোভ দমনে নিজের পেশাগত সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেননি বলে জানান এশেদ।

এর আগে বিক্ষোভ দমনে ব্যর্থ হওয়া এশেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেন গাভীর। এই বিতর্কিত মন্ত্রী কট্টরপন্থা অবলম্বনের জন্য নিরাপত্তাবাহিনীর ওপর এর আগে কর্তৃত্ব চেয়েছিলেন।

বেন গাভীরের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের প্রতি অনুকূল আচরণ দেখিয়েছে, যারা জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ